Basic Terms
online
We have one guest and no members online
About us
Hardware Terms - Technology Basic
NIC
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 534
এনআইসি শব্দের পুর্ণরূপ "নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড" যাকে অনেক সময় 'নিক' নামেও ডাকা হয়। এটা আসলে কম্পিউটারের ইথারনেট কার্ড বা বিল্ট-ইন পিসিআই কার্ডকে বোঝায়। নিক বিভিন্ন কোম্পানির বানানো হতে পারে, সেই সাথে এদের গতিরও পার্থক্য আছে। আজকাল সকল মাদারবোর্ডে নিক থাকে। তাই এটা নেটওয়ার্ক কার্ডের বিকল্প হিসেবে পরিণত হয়েছে।