Basic Terms
online
We have one guest and no members online
About us
Hardware Terms - Technology Basic
Node
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 426
সাধারণভাবে নোড মানে কোনকিছুর প্রান্তকে বোঝায়। কম্পিউটার বিজ্ঞানে নোড বলতে আমরা বুঝি কোন নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসগুলোকেযারা পৃথকভাবে নোড হিসেবে বিবেচিত হয়। যেমন ধরা যাক কোন নেটওয়ার্কে ৩টা কম্পিউটার, ১টা প্রিন্টার আর ১টা ফাইল সার্ভার আছে। তাহলে বলা যায় যে ওই নেটওয়ার্কে ৩+১+১=৫ টি নোড রয়েছে। প্রতিটা নোডের আলাদা ও নিজস্ব অ্যাড্রেস থাকে। ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেস দিয়ে তাদের পৃথক করা হয়।
আবার হার্ডডিস্কে সংরক্ষিত ফাইল ও ফোল্ডারকেও নোড বলা যেতে পারে যেখানে ট্রী হল মুল শাখা। সেখান থেকে অনেক প্রশাখা, উপশাখায় ফাইল ও ফোল্ডার সাজানো থাকে। পদার্থবিজ্ঞানে নোড বলতে একাধিক তরঙ্গের মিলনস্থানকেও বোঝায়।