Basic Terms
online
We have one guest and no members online
About us
Hardware Terms - Technology Basic
Non-Impact Printer
- Details
- Written by মিনহাজুল হক শাওন
- Hits: 464
নন ইমপ্যাক্ট প্রিন্টার হল সেইসকল প্রিন্টার যারা প্রিন্ট করার সময় কাগজ স্পর্শ করেনা। অর্থাৎ সনাতন রিবন আর ডট প্রিন্টারের পর যেসব উন্নত প্রিন্টার বের হয়েছে সেগুলাই নন ইমপ্যাক্ট প্রিন্টার। কাগজে কালি বসাতে এদের সরাসরি কাগজ স্পর্শ করার দরকার নেই।
এখনকার লেজার প্রিন্টার ও ইংকজেট প্রিন্টার হল নন ইমপ্যাক্ট প্রিন্টার। যেমন ইংকজেট প্রিন্টার সুক্ষ্ম ধারায় ছুড়ে কাগজে লেখা প্রিন্ট করে। আবার লেজার প্রিন্টার ইলেক্ট্রিক ড্রাম চার্জিত করে সেটা বিপরীত আয়নে আয়নিত কাজের পেছনে রেখে প্রিন্ট করে। সরাসরি কাগজের সাথে সংঘর্ষ হয়না বলে এসব প্রিন্টার খুব দক্ষ ও কম শব্দের সৃষ্টি করে। তাছাড়া এসব প্রিন্টারের রক্ষণাবেক্ষণের ঝামেলাও কম।