Basic Terms
online
We have 17 guests and no members online
About us
Articles
Adware
- Details
- Written by ফাহমিদা পলি
- Hits: 1109
অ্যাডওয়্যার হল বিজ্ঞাপন দেয়ার ফ্রী সফটওয়্যার। সাধারনত অ্যাডওয়্যার টুলবার ডেস্কটপে থাকে এবং ওয়েব ব্রাউজারের সাথে মিলে কাজ করে। এটি হার্ডডিস্ক বা ওয়েবে এডভান্স সার্চিং অপশন, বুকমার্ক কিংবা শর্টকাট-র মত বিভিন্ন ফিচার সমৃদ্ধ। এছাড়া এটি আরো উচ্চতর প্রোগ্রাম যেমন গেম এবং ইউটিলিটিগুলোতেও ব্যবহৃত হয়। অ্যাডওয়্যারের ব্যবহার বিনামূল্যে হলেও যতক্ষন পর্যন্ত ঐ প্রোগ্রামগুলো (গেম বা ইউটিলিটি) চলবে ততক্ষন পর্যন্ত অ্যাডগুলো দেখতে হবে। আর এজন্যে ইন্টারনেট সংযোগ থাকাটা আবশ্যক।
বেশিরভাগ অ্যাডওয়্যার নিরাপদভাবে ব্যবহার করা যায় । কিন্ত কিছু অ্যাডওয়্যার য়াছে যেগুলো স্পাইওয়্যার সরবরাহ করে এবং ব্যবহারকারীর হার্ডডিস্কের তথ্য অথবা কীবোর্ডে যা যা টাইপ করা হয়েছে এবং যে যে ওয়েবসাইটে ভিজিট করা হয়েছে তার তথ্য হ্যাকারদের কাছে পাচার করে দিতে থাকে। সুতরাং, এক্ষেত্রে ইউজারকে সতর্ক থাকতে হবে কোন অপরিচিত অ্যাডওয়্যার সম্পর্কে যা তার কম্পিউটারে ইনস্টল করা হচ্ছে। তাই অ্যাডওয়্যার ব্যবহারের পূর্বে নিশ্চিত হওয়া উচিত যে, এটা একটি স্বনামধন্য বা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের এবং এর পলিসিতে নিরাপত্তা নিশ্চয়তা আছে।