Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
Bookmark
- Details
- Written by মাহমুদ রহমান
- Hits: 1136
বুকমার্ক মানে হচ্ছে কোনো একটি ঐ সাইটের এড্রেসকে রেকর্ড করে রাখা যাতে পরবর্তী সময়ে ঐ সাইটে ব্যবহারকারী তাড়াতাড়ি প্রবেশ করতে পারা যায়। এ জন্য আমরা ব্রাউজারের বুকমার্ক অপশনে গিয়ে এড্রেসটিকে সেভ করে রাখি।
ধরা যাক, ব্যবহারকারী “আটলান্টিক মহাসাগর” সম্পর্কে জানতে চায়। তাহলে গুগলে(সার্চ ইঞ্জিনে) “আটলান্টিক মহাসাগর” লিখে সার্চ দিতে পারে। এরপর “আটলান্টিক মহাসাগর” সম্পর্কিত অনেকগুলো সাইট আসবে। এখান থেকে যে সাইটকে বা সাইটগুলোকে কিংবা ঐ সাইটের যে পেজটি ব্যবহাকারীর পছন্দ হল বা দরকার হবে বলে মনে হয়, সে পেজটি (ঐ পেজের লিঙ্কটি ) ব্রাউজার এর “বুকমার্ক” অপশনে গিয়ে মার্ক করতে পারে, যাতে পরবর্তীতে “বুকমার্ক” অপশনে গিযে ঐ সাইটটিতে তাড়াতাড়ি প্রবেশ করতে পারে।