Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
Bot
- Details
- Written by নাবিল আহমাদ
- Hits: 984
বটস হল একধরনের সয়ংক্রিয় সফটওয়্যার প্রোগ্রাম যা কোন নির্দিষ্ট নির্দেশ পেলে নির্দিষ্ট কাজ করতে সক্ষম। এই শব্দটি এসেছে Ro-“bot” থেকে। সাধারনত বটস দেখা যায় বিভিন্ন অনলাইন চ্যাটিং এ বা ওয়েব সার্চিং এ। সাধারনত এগুলো চ্যাট রুমে ঢুকে, ওয়েবসাইটের বিজ্ঞাপণ প্রকাশ করে আর কেউ চ্যাটরুমে এ নিয়ম রক্ষা না করলে, সেখান থেকে সরিয়ে দেয়া হয়। ওয়েব সার্চিং বটগুলোকে মাকড়সা বা কাঁকড়া বলা হয়, কারন এগুলো ওয়েবে এ সার্চ করে মিলিয়নের বেশী এইচটিএমএল ডকুমেন্ট খুঁজে বের করে এবং সেগুলোর রেকর্ড রেখে দেয়।