online

We have 16 guests and no members online

About us

Articles

Botnet

বটনেট হল কতগুলো আক্রান্ত  কম্পিউটারের এর সমষ্টি যেগুলো একইসময় উক্ত কম্পিউটারের এর নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে দেয়। একে “Zombie Army” বা “পুতুল সেনা”ও বলা হয়ে থাকে।এর মাধ্যমে ভাইরাস ছড়ানো, স্পাম ছড়ানো, সার্ভার ক্র্যাশ সহ বিভিন্ন সাইবার অপরাধ করা হয়ে থাকে। সাধারনত বিভিন্ন বটস বিভিন্ন কম্পিউটার –এ আক্রমণ করে এবং তৈরী করে বটনেট.

ক্যাসপারস্কাই ল্যাবের মতে, “বটনেট- কোন স্পাম বা ভাইরাস নয় - এটা ইন্টারনেটের জন্য বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে”.

এটি ছড়াবার কারণ.........

১. সাধারণত এরা ইন্টারনেটে এ ছড়িয়ে থাকে আর খুঁজে বেড়ায় প্রতিরক্ষাবিহীন কম্পিউটার । যদি এরকম কম্পিউটার খুজে পায় তা দ্রুত আক্রমণ করে এবং হ্যাকারদের এর কাছে তথ্য পাচার করে । এরপর নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত সেই কম্পিউটারে এ মুখোশের আড়ালে (এন্টিভাইরাসগুলোকে ধোঁকা দেয়ার জন্য) লুকিয়ে থাকে।

২. দুর্বল ফায়ারওয়েল বা নিরাপত্তা গার্ডের এর জন্য।

৩. ওয়েব ব্রাউজারের –এর সিকিরিটি সিস্টেমে  নিরাপত্তা ফাঁক পেলে।

৪. IRC (Internet Relay Chat) এর মাধ্যমে।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To