Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
ASP.NET
- Details
- Written by মাসপি
- Hits: 1298
এএসপি.নেট হল ওয়েব ডেভেলপমেন্ট টুল যা সর্বপ্রথম মাইক্রোসফট নিয়ে আসে। এর মাধ্যমে ওয়েব ডেভেলপাররা ভিজুয়াল ইন্টারফেসে ডাইনামিক ওয়েবসাইট বানাতে পারে। প্রোগ্রামাররা তাদের নিজস্ব কোড এবং স্ক্রীপ্ট লিখতে পারেন এবং একীভূত করে এএসপি.নেট ওয়েবসাইট বানাতে পারেন। এটা মাইক্রোসফটের এএসপি টেকনোলজির সফলতা বলা যায়। এএসপি.নেট সাপোর্ট করে ভিজুয়াল বেসিক.নেট, যেস্ক্রিপ্ট.নেট(JScript.NET) এবং পার্ল কিংবা পাইথনের মত ওপেনসোর্স ল্যাঙ্গুয়েজকে।
এএসপি.নেট তৈরি হয়েছে ডট নেট ফ্রেমওয়ার্কের উপর, যা সফটওয়্যার প্রোগ্রামারদের এপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস দিয়ে থাকে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং ওয়েবে বিভিন্ন এপ্লিকেশন বানানোর জন্য ডট নেট ডেভেলাপমেন্ট টুলস ইউজ করা হয়। এই কারনে ওয়েব বেসড ইন্টারফেস দেয়ার জন্য ওয়েব ডেভেলাপাররা ডট নেটকে বেছে নেয়।
এএসপি.নেট ওয়েবসাইটগুলো ঠিকভাবে চলার জন্য যে ওয়েব সার্ভারে সাইটটি প্রকাশ করা হয় সে ওয়েব সার্ভারের অবশ্যই এএসপি.নেট আপ্লিকেশন সাপোর্ট করতে হবে। এএসপি.নেট প্ল্যাটফরম সাপোর্টের জন্য মাইক্রোসফট ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস (IIS) ওয়েবসার্ভারই বেশি ব্যবহার করা হয়। এএসপি.নেট এপ্লিকেশন সাপোর্টের জন্যে ওপেনসোর্স লিনাক্স বেসড সিস্টেমও ব্যবহার করা হয়ে থাকে।