online

We have 16 guests and no members online

About us

Articles

ASP

এএসপি-র দুই ধরনের অর্থ আছে। একটি "Active Server Page" এবং অন্যটি "Application Service Provider".

*** Active Server Page : এটা একটা ওয়েবপেজ যেখানে এএসপি স্ক্রীপ্ট সংযুক্ত করা হয়ে থাকে। এটা কম্পিউটারের ছোট প্রোগ্রামের মতই যা রান হয় তখন, যখন এএসপি বেসড ওয়েব পেজ সনাক্ত হয়। অ্যাক্টিভ সার্ভার পেজের এক্সটেনশনগুলো .এএসপি(.ASP) আকারে থাকে। ভিজিটরের ওয়েব ব্রাউজারে আসার আগে এএসপি পেজগুলো সার্ভারে প্রসেস হয়ে থাকে। যেসব ওয়েবসাইটের ওয়েব পেজগুলো পরিবর্তনশীল যেগুলোতে এএসপি ইউজ করা হয়। উদাহরনসরূপ- এএসপি স্ক্রীপ্ট ভিজিটরের জিপ কোড নিয়ে বা ভিজিটর থেকে কোন তথ্য নিয়ে ঐ ওয়েবপেজের কন্টেন্টগুলো কাস্টমাইজ করে তারপর ভিজিটরকে দেখায়। এএসপি টেকনোলজী ডিজাইন করেছে মাইক্রোসফট। আর এএসপি স্ক্রীপ্ট লেখা হয়েছে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক দিয়ে।

*** Application Service Providerঃ এর মানে হল তৃতীয় কোন কোম্পানি যারা কাস্টমারকে সফটওয়্যার বেসড সার্ভিস দিয়ে থাকে। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন তথ্য স্বল্পমূল্যে এবং সহজে পাওয়ার জন্য এদের সার্ভিস নিয়ে থাকে। এদের পাঁচ ধরনের সার্ভিস রয়েছে।

ক. লোকাল বা রিজিওনাল এএসপি: ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের এপ্লিকেশন সার্ভিস এরা দিয়ে থাকে।

খ.স্পেশালিস্ট এএসপিঃ বিশেষ কোন নির্দিষ্ট দরকারের জন্য এরা নির্দিষ্ট সার্ভিস দিয়ে থাকে। যেমন- ওয়েব সার্ভিস।

গ.ভার্টিকাল মার্কেট এএসপি: এরা বিশেষ কিছু প্রতিষ্ঠানকে সার্ভিস দিয়ে থাকে যেমন - শিক্ষা প্রতিষ্ঠান।

ঘ. এন্টারপ্রাইজ এএসপি: বড় বড় ব্যবস্যা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন সার্ভিস এবং তথ্য সুবিধা দিয়ে থাকে।

ঙ. ভলিউম বিজনেস এএসপি: ছোট এবং মাঝারি আয়তনের শিল্পকে বিশাল আয়তনে সার্ভিস দিয়ে থাকে।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To