Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
Archie
- Details
- Written by মিজানুর রহমান জিহান
- Hits: 1131
আর্চি হল এমন একটি প্রোগ্রাম যেটি এফটিপি সার্ভার এর ফাইলগুলোকে খুজে বের করতে ব্যবহত হয়। আর্চি মুলত একটি নির্দেশক যেটি নামহীন বা বেনামী সকল এফটিপি সার্ভার এ ভিজিট করে এবং সকল প্রকার ডিরেক্টরি এবং ফাইলের নাম পড়ে। এছাড়া এ পদ্ধতিতে ফাইল সার্চ করতে হলে ঐ নির্দিষ্ট ফাইলটির সঠিক নাম জানা প্রয়োজন। যদিও আর্চি একটি সাচ ইঞ্জিন কিন্তু ওয়েব এর ব্যবহার বাড়ার সাথে সাথে এটি প্রয়োজনহীন হয়ে পড়ছে। বেশির ভাগ ফাইল সার্চ অপশন বিভিন্ন ওয়েব ব্রাউজার যেমনঃ ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স দিয়েই হয়ে থাকে । আর্চি মুলত তারাই বেশি ব্যবহার করে যাদের এফটিপি সার্ভার এ ফাইল সার্চ সম্পর্কে ভাল ধারনা আছে।