Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
Applet
- Details
- Written by Invincible সাজ্জাদ
- Hits: 1063
অ্যাপ্লেট ওয়েব পেজ এর সাথে যুক্ত একটি জাভা প্রোগ্রাম যা অনেকটা অ্যাক্টিভএক্স এর মত। সাধারন জাভা প্রোগ্রাম এবং জাভা অ্যাপ্লেট সাথে এর পার্থক্য হল অ্যাপ্লেট লোকাল কম্পিউটারের এর সিস্টেম রিসোর্সের সাথে সংযুক্ত হতে পারেনা। সিস্টেম ফাইল এবং সিরিয়াল ডিভাইস (মডেম, স্ক্যানার, প্রিন্টার) অ্যাপ্লেটে ব্যবহার করা যায়না। এর বিশেষত্ব হল নিরাপত্তা। এটি কম্পিউটার সিস্টেমকে ক্ষতিকর ওয়েব ভাইরাস থেকে রক্ষা করে। এছাড়া এটি ওয়েবকে আকর্ষণীয় করে এবং সাধারন জাভা ল্যাঙ্গুয়েজকে আরও শক্তিশালী করে। কোন ইউজার যখন কোন ব্রাউজার এর সাহায্যে একটি ওয়েবপেজ দেখতে চায় ,তখন অ্যাপ্লেট কোড তার সিস্টেমে জাভা ভার্চুয়াল মেশিন এর মাধ্যমে যায় এবং ইউজার পেজটি দেখতে পান।