Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
Apache
- Details
- Written by পাভেল ফাহমি
- Hits: 1164
এপাচি হচ্ছে একটি জনপ্রিয় ওয়েব সার্ভার, যার মাধ্যমে ইন্টারনেট দ্বারা একটি কম্পিউটারে এক বা একাধিক ওয়েবসাইট হোস্ট করা এবং ওয়েব ব্রাউজারের মাধ্যমে প্রবেশ করা যায়। ১৯৯৫ সালে এপাচি গ্রুপ এর ১ম ভার্সন বের করে। ১৯৯৯ সালে এপাচি গ্রুপ এপাচি সফটওয়্যার ফাউন্ডেশন নামে আত্মপ্রকাশ করে। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান যা এখন এপ্যাচি ওয়েব সার্ভার সফটওয়্যারের ডেভেলাপমেন্ট করছে।
এপাচি-র জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে এটি মুক্ত সফটওয়্যার এবং এটি বিনামূল্যে ব্যবহার করা যায়। তাছাড়া ওয়েব হোস্টিং কোম্পানিগুলো কম খরচের জন্য এপাচি নির্ভর ওয়েব সার্ভার ব্যবহার করে। অন্যান্য ওয়েব সার্ভার যেমন উইন্ডোজ সার্ভারের জন্য বাণিজ্যিক লাইসেন্সের প্রয়োজন হয়। এপ্যাচি লিনাক্স, উইন্ডোজ, ম্যাকিন্টশ অপারেটিং সিস্টেম সার্পোট করে। যেহেতু লিনাক্স ওপেনসোর্স তাই লিনাক্স/এপাচি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ওয়েবহোস্টিং কনফিগারেশন। এপাচি পিএইচপি, পাইথন কিংবা পার্ল-র মত সার্ভার সাইট স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ ব্যবহারকারি স্থির এবং গতিশীল উভয় ধরণের ওয়েবসাইটই হোস্ট করতে পারে।