online

We have 16 guests and no members online

About us

Articles

Dynamic Website

পরির্বতনশীল ওয়েব পেজ একটি বিশেষ ধরণের ওয়েব পেজ। নতুন তথ্য অথবা লেআউটের সাথে এই ওয়েব পেজ প্রতিনিয়ত বদলাতে থাকে । সাধারণ (static) অনড় বা স্থির ওয়েব পেজ সকল ব্যবহারকারীর জন্য তথ্য একই ভাবে উপস্থাপন করে। কিন্তু পরির্বতনশীল ওয়েব পেজ ব্যবহারকারীর প্রয়োজন এর উপর ভিত্তি করে তথ্য উপস্থাপন করে।

অন্যকথায় বলা যায় ,পরিবর্তনশীল ওয়েবসাইট হল এমন একটি ওয়েব পেজ যেটা বাবহারকারীর চাওয়া মাত্র সাথে সাথে তৈরী হয়ে দেখানো হয়। এই পেজগুলোতে পিএইচপি বা এএসপি কোড থাকে। যখন একটা পরিবর্তনশীল পেজ চেয়ে সার্ভারে অনুরোধ আসে, তখন সেই কোডগুলো কাজ করে এবং এইচটিএমএল আকারে ইউজারের কাছে প্রেরণ করে।

বেশিরভাগ ওয়েবসাইট হল পরিবর্তনশীল ওয়েবসাইট। কারণ এগুলোর রক্ষণাবেক্ষণ স্থির ওয়েবসাইটের চেয়ে সহজ। স্থির ওয়েবসাইটে তার কনটেন্ট বা বিভিন্ন তথ্য পরিবর্তন করতে হলে সমগ্র পেজটি খুলে এডিট করতে হয়, তারপর প্রকাশ করতে হয় যা অনেক সময়সাপেক্ষ ব্যাপার। পরিবর্তনশীল ওয়েবসাইটে সকল তথ্য একটি ডাটাবেজ বা তথ্য ভান্ডারে জমা থাকে। যখন কোন তথ্য কোন পেজে দরকার হয়, তখন সেই পিএইচপি বা এএসপি কোডের মাধ্যমে দরকারী তথ্য পেজে যুক্ত হয়ে হালনাগাদ করা হয় ও ব্যবহারকারীকে দেখানো হয়। ফলে ওয়েবমাস্টারকে তথ্য ভান্ডারে জমাকৃত তথ্য হালনাগাদ করলেই সেটা প্রয়োজনমত পেজে যুক্ত হয়ে ব্যবহারকারীর কাছে পৌঁছে যায়। এতে শত শত পেজ এডিট করা এবং ব্যবহারকারীর পছন্দমত অসংখ্য পেজ তৈরী করা থেকে বাঁচা যায়।

যেমনঃ বাংলাদেশ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট হল পরিবর্তনশীল ওয়েবসাইট যেটা রোল অনুযায়ী বিভিন্ন বাবহারকারীকে নিজ নিজ ফলাফল দেখায়, কিন্তু পেজ এর লেআউট অপরিবর্তিত থাকে।

আবার yahoo answer অন্য একটি উদাহরণ । ব্যবহারকারীর অ্যাকাউন্ট আর আগের অনুসন্ধানের এর ভিত্তি করে এটি প্রতিবার নতুনভাবে তথ্য উপস্থাপন করে।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To