online

We have 16 guests and no members online

About us

Articles

E-commerce

ই-কমার্স(ইলেক্ট্রনিক-কমার্স) বলতে সাধারনত বুঝায় যে, ইন্টারনেট এ ব্যবসা করা। আজকাল ইন্টারনেট এ ব্যবসা বাণিজ্যের অনেকগুলো ওয়েবসাইট আছে যা দ্বারা খুব সহজে ইন্টারনেট এ অনেক টাকা আয় করা যায় । এগুলোর মধ্যে কয়েকটি হল, “Amazon.com, Buy.com, and eBay” ইত্যাদি। ই-কমার্স এর মূল ২ টা বিষয় এর মধ্যে প্রথম টা হচ্ছে ব্যবসায়ী থেকে ভোক্তা এবং আরেকটা হচ্ছে ব্যবসায়ীর থেকে অন্যব্যবসায়ীর কাছে বেবসা করা। যখন বিভিন্ন কোম্পানি ভোক্তার নিকট খাদ্য বা পণ্য সরবরাহ করে তখন অন্য কোম্পানি চেষ্টা করে আরও ভাল সেবা দিতে । সাধারনত “e-business" এবং "e-tailing” একই অর্থে বুঝায়। এ দুটিও ই-কমার্সের সাথে যুক্ত। বিভিন্ন কোম্পানি তাদের নতুন নতুন বিজ্ঞাপন দ্বারা জনগণ কে তাদের পণ্য সম্পর্কে ধারনা দেয়। ফলে যে কোম্পানি যত বেশি ভাল সার্ভিস দেয় সে কোম্পানি তত বেশি দ্রুত উন্নতি লাভ করে।


comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To