Basic Terms
online
We have 9 guests and no members online
About us
Articles
Static Website
- Details
- Written by সৈকত de Velliers
- Hits: 789
Static শব্দের অর্থ “স্থির বা অনড়” । স্ট্যাটিক ওয়েব সাইটের পেজগুলোতে নির্দিষ্ট কনটেন্ট থাকে । প্রত্যেকটি পেজ এইচটিএমএল (হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ) দ্বারা কোডিং করা থাকে । এ ধরনের ওয়েব সাইট গুলো খুব সহজে, স্বল্প সময়ে তৈরী করা যায় । এ ধরনের ওয়েব সাইট হল গতিশীল বা ডায়নামিক ওয়েবসাইটের সম্পূর্ণ বিপরীত । কারন এ ধরনের ওয়েবসাইট তৈরী করতে কোন ধরনের ওয়েব প্রোগ্রামিং বা ডাটাবেস ডিজাইনিং এর খুব বেশি প্রয়োজন হয় না । সাধারনত ছোট ওয়েবসাইট যেগুলোতে মাত্র কয়েকটি পেজ থাকবে সেগুলো স্ট্যাটিক আকারে তৈরি করা হয় । তবে যেসব ওয়েবসাইটের পেজের সংখ্যা অনেক থাকবে সেসব ডায়নামিক আকারে তৈরি করা হয়। বানিজ্যকভাবে বা প্রসাশনিকভাবে কখনই স্ট্যাটিক ওয়েবসাইটে পরিবর্তে ডায়নামিক ওয়েবসাইট বেশি তৈরি করা হয় । স্ট্যাটক ওয়েবসাইটের টেমপ্লেট প্রকাশের ক্ষেত্রে সি,এস,এস(সিসকেডিং স্টাইল শিট) ব্যবহার করা হয়। মোট কথা স্ট্যাটিক ওয়েবপেজে যেসব কনটেন্ট থাকে এগুলোর লিঙ্ক একই হয়ে থাকে। www.techterms.com এটাকেও স্ট্যাটিক সাইট বলা যায়। আপনি এই লিঙ্কে ঢুকলে সারাদিনই এই পেজ দেখাবে যতক্ষন পর্যন্ত ওয়েবডেভেলাপার নির্দিষ্ট কোন আপডেট না দেয়।
আবার ডায়নামিকে আসি । যেমন- www.facebook.com । আপনি আপনার নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করলে একই লিঙ্কে যা দেখাবে তা নিশ্চয় আপনার বন্ধুর একাউন্টে ভিন্ন দেখাবে।
স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা সমূহ:
১.এ ধরনের ওয়েবসাইট খুব সহজে তৈরী ও নিয়ন্ত্রন করা যায় ।
২.ডায়ানমিক ওয়েবসাইটের চেয়ে খুব সহজে ডিজাইন করা যায় ।
৩.খুব সহজেই সার্চ ইঞ্জিন পরিচালনা করা যায় ।
৪.কনটেন্টগুলো সহজে নিয়ন্ত্রন করা যায় ।
৫.সহজেই ওয়েবপেজের লে-আউট চেঞ্জ করা যায় ।
৬.খুব দ্রুততার সাথে এসব ওয়েবসাইট থেকে খুব কম নেট স্পীডএও ডাটা নামানো যায় ।
স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধা সমূহ:
১.কনটেন্ট আপডেট করতে প্রচুর সময় লাগে ।
২.ওয়েবসাইটের আকার বৃদ্ধি পেলে কনটেন্টগুলো সহজে নিয়ন্ত্রন করা যায় না ।
৩.ওয়েবডিজাইনিং অত্যন্ত কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ ।