Basic Terms
online
We have 9 guests and no members online
About us
Articles
Streaming
- Details
- Written by নাবিল আহমেদ
- Hits: 734
ডাটা স্ট্রীমিং, মূলত এটা অডিও এবং ভিডিও স্ট্রীমিং এর সমন্বয়ে গঠিত। এর মানে হল কোন মাল্টিমিডিয়া যেমনঃঅডিও কিংবা ভিডিও ফাইল সম্পূর্ন ডাউনলোড না করে প্লে-ব্যাক করা। বেশিরভাগ ফাইল যেগুলো শেয়ারওয়্যার কিংবা সফটওয়্যার আপডেট সেগুলোকে স্ট্রীমিং ডাটা বলা হয় না। রিয়েল অডিও কিংবা কুইকটাইম ডকুমেন্টস এর মত অডিও ও ভিডিও ফাইলগুলো স্ট্রীমিং ফাইল .যার মানে হল যখন এগুলো কম্পিউটারে ডাউনলোড হবে তখন ভিডিও দেখা কিংবা অডিও শোনা যাবে। বর্তমান ইন্টারনেটের অগ্রগতির যুগে স্ট্রীমিং এর গুরুত্ব অপরিসীম। যেখানে অনেক মাল্টিমিডিয়া ফাইল আছে অনেক বড় এবং ডাউনলোড করা সময়সাপেক্ষ। ফলে স্ট্রীমিং –এর মাধ্যমে ইউজার নিশ্চিত হয়ে ডাউনলোড করতে পারছে। এক্ষেত্রে ক্লায়েন্ট ব্রাউজার বা প্লাগ-ইনের সহায়তায় পুরো ডাউনলোডের আগেই ডাটা দেখা যায়। যেকারো যদি দ্রুতগতির ইন্টারনেট থাকে তবে সে লাইভ স্ট্রীমিং সুবিধা ভোগ করতে পারবে।