Basic Terms
online
We have 17 guests and no members online
About us
Articles
ActiveX
- Details
- Written by Super User
- Hits: 1522
১৯৯৬ সালে মাইক্রোসফট OLE ফ্রেমওয়ার্কের অংশ হিসেবে প্রথম অ্যাক্টিভএক্স প্রযুক্তি উদ্ভাবন করে। এর সাহায্যে প্রোগ্রামাররা তাদের সফটওয়্যার বা ওয়েবসাইটে কোনরকম কোডের ব্যবহার ছাড়াই আলাদা ফাংশন যোগ করতে পারে। সফটওয়্যারের যেসব এড-অন অ্যাক্টিভএক্স দ্বারা তৈরি হয় তাদেরকে অ্যাক্টিভএক্স কনট্রোল বলে। সবধরণের প্রোগ্রামে এটি ব্যবহার করা যায়, তবে সাধারনত এটি ছোট ওয়েব এপ্লিকেশনে বেশি ব্যবহৃত হয়ে থাকে। অ্যাক্টিভএক্স এর কারনে ওয়েবডেভেলাপাররা ওয়েবসাইটে অ্যাক্টিভএক্স কনটেন্ট রাখতে পারে। সাধারনত এই কনটেন্টগুলো হল প্রেজেন্টেশন, ওয়েববেসড গেম ইত্যাদি। এর মানে হচ্ছে ভিজিটর যদি এ জাতীয় কনটেন্ট দেখতে চায় তাহলে তার অ্যাক্টিভএক্স ইনস্টল থাকতে হবে। তবে সব ব্রাউজার অ্যাক্টিভএক্স কন্টেন্ট সাপোর্ট করে না যতক্ষণ পর্যন্ত সেখানে অ্যাক্টিভএক্স প্লাগইন (যেমনঃ অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার অ্যাক্টিভএক্স) থাকে। অফিশিয়ালি ইন্টারনেট এক্সপ্লোরার একে সাপোর্ট করে। তবে আজকাল এই প্রযুক্তিকে ওয়েবসাইটে ব্যবহার করা হয় না। এর বদলে ফ্ল্যাশ প্লেয়ার, জাভাস্ক্রীপ্ট বা এমবেডেড মিডিয়া ব্যবহার করা হয়। ইন্টারনেট এক্সপ্লোরার এর উপর নির্ভরশীল অ্যাপ যেমন ইয়াহু মেসেঞ্জারে অ্যাক্টিভএক্স প্রয়োজন হয়।