Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
Flash
- Details
- Written by Invincible সাজ্জাদ
- Hits: 892
১৯৭০ এর দশকের একজন সুপার হিরোর নাম ছিল Flash। কিন্তু টেক জগতে ফ্ল্যাশ সম্পূর্ণ ভিন্ন একটি টার্ম। ফ্ল্যাশ বলতে এখন আমরা অ্যাডোব ফ্লাশকেই বুঝি।এটি একটি মাল্টিমিডিয়া টেকনোলজি। ওয়েব ডেভেলপারেরা ফ্ল্যাশের মাধ্যমে তাদের ওয়েবসাইটে এনিমেশন ও ওয়েবসাইট এর সাথে জড়িত কন্টেন্টগুলো যুক্ত করতে পারেন।
Macromedia ১৯৯৬ সালে ফ্ল্যাশ রিলিজ করে। তখন এটি বেসিক এনিমেশন টুল ও ওয়েব ব্রাউজারের একটি প্লাগ-ইন হিসেবে কাজ করত। পরের দশকে অনেকগুলো ফিচার একসাথে যুক্ত হয় এটি সকল ওয়েব ব্রাউজারের জন্য একটি মানসম্মত প্লাগ-ইনে পরিণত হয়। ২০০৫ সালে অ্যাডোব Macromedia কে কিনে নেয় এবং ফ্ল্যাশ টেকনোলজির ব্যাপক উন্নয়ন করে। বর্তমানে ফ্ল্যাশ ওয়েব ব্রাউজার গুলোর জন্য অপরিহার্য একটি সফটওয়্যার এ পরিণত হয়েছে।
ফ্ল্যাশ এনিমেশনগুলো টেক্সট ও ভেক্টর গ্রাফিক্সের মাধ্যমে যুক্ত হতে পারে। ফ্ল্যাশ কন্টেন্টগুলো ডিস্কে খুব কম জায়গা নেয়। ফ্ল্যাশ কন্টেন্ট গুলোকে ছোট করার জন্য কম্প্রেস করা যায়। খুব বড় ফাইল গুলো ও ডাউনলোড হতে অল্প সময় নেয়। আপনি যখন কোন ওয়েবপেজ়ে প্রবেশ করতে চান তখন ব্রাউজার গুলো “Loading...” লেখাটি দেখায়। আসলে ঐ ওয়েবপেজের ফ্ল্যাশ কন্টেন্ট গুলো আপনার কম্পিউটারে ডাউনলোড হচ্ছে।
ফ্ল্যাশ কন্টেন্ট গুলো দেখতে হলে ব্রাউজারে অবশ্যই ফ্ল্যাশ প্লাগ-ইন থাকতে হবে। অনেক ব্রাউজারে ফ্ল্যাশ এমনিতেই প্লাগ-ইন হিসেবে থাকে।আবার অনেক ব্রাউজারে ফ্ল্যাশের সবচেয়ে সাম্প্রতিক ভার্সন ব্যবহার করতে হয়। যাই হোকনা কেন সকল ভার্সনই আপনি পাবেন অ্যাডোবের ওয়েবসাইটে।
ফাইল এক্সটেনশনঃ .SWF, .FLA
নোটঃ ফ্ল্যাশ বলতে ফ্ল্যাশ মেমরি বোঝায়। ডিস্ক ফ্ল্যাশ বলতে মেমরি ফ্ল্যাশিং বোঝায়।