Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
Flaming
- Details
- Written by Invincible সাজ্জাদ
- Hits: 755
Flaming(ফ্ল্যামিং) শব্দটির অর্থ “উজ্জ্বলতা”। ইন্টারনেট জগতে Flaming(ফ্ল্যামিং) শব্দটির অর্থ হচ্ছে কাউকে অপমানিত করা বা কাউকে লক্ষ্য করে কটুক্তি করা। সাধারণত ইন্টারনেট ফোরাম, ইন্টারনেট ইন্সট্যান্ট চ্যাটিং, ইমেইল বা মাল্টি গেমে বা ভিডিও শেয়ারিং ওয়েবসাইট এ ইউজাররা একজন আরেকজনকে কথার ফাঁকে অপমানিত করে। একেই ফ্ল্যামিং বলে।
“ফ্ল্যামিং” যেকোন সময় ঘটতে পারে। অনেকে ব্যক্তিগত মজার জন্যই ফ্ল্যামিং করে। সাধারণত রাজনীতি, ধর্ম, খেলাধূলা, দর্শন ইত্যাদি স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে কথা বলার সময় মতামতের অমিলের কারণে ফ্ল্যামিং ঘটে থাকে। ইচ্ছাকৃত ভাবে যারা ফ্ল্যামিং করে থাকেন তাদেরকে ইংরেজিতে “Flamer(ফ্ল্যামার)” বলা হয়। আর এই তর্ক যুদ্ধকে বলা হয় “Flame-war(ফ্ল্যাম-ওয়ার)” বা “Pie-fight বা (পাই-ফাইট)”। শুধু মাত্র দুইজন নিয়ে যে ফ্ল্যামিং হয় তা কিন্তু নয়। অনেক সময় বিষয়ের গভীরতার উপর ভিত্তি করে মাল্টি ফ্ল্যামিং এ ও রূপ নিতে পারে এই কথোপকতন। যারা সবসময় ফ্ল্যামিং করে থাকে তাদের জন্য ইন্টারনেটে আছে “ flame-blog বা (ফ্ল্যাম-ব্লগ)”। কিছু ফ্ল্যামিং হয় ইচ্ছাকৃত ভাবে, আর কিছু ফ্ল্যামিং য়ে অজান্তেই হয়ে যায়।
একটি কথা না বললেই নয়, যারা ফ্ল্যামিং করেন তারা আসলেই বড় খুতখুতে স্বভাবের। সত্য যায় হোকনা কেন তারা সবসময় তাদের অভিমতকেই সত্য হিসেবে প্রতিষ্টিত করতে চান। যে কারনে আলোচনার ক্ষেত্রে সংঘাত দানা বেঁধে উঠে।