Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
Firewall
- Details
- Written by Invincible সাজ্জাদ
- Hits: 925
Firewall(ফায়ারওয়াল) বলতে বোঝায় “Fire proof wall” বা “আগুন থেকে সুরক্ষিত দেয়াল”। কোন দালান বা বিল্ডিংয়ে যদি ফায়ারপ্রুফ ওয়াল থাকে তবে সেই দালানে আগুন লাগলে তা ছড়িয়ে পড়তে পারেনা। আইটি জগতে ফায়ারওয়াল আগুন থেকে সুরক্ষা না দিলে ও অনেকটা ঐ ফায়ারওয়ালের মত কাজ করে।
কম্পিউটারের ফায়ারওয়াল এর মধ্যে ডাটা সরবরাহ নিয়ন্ত্রন করে এবং নেটওয়ার্ক সার্ভার ও ক্লায়েন্ট মেশিনকে অননুমোদিত ইউজারের বিভিন্ন ধ্বংসাত্বক কার্যকলাপ থেকে সুরক্ষা দেয়।
দু ধরনের ফায়ারওয়াল হতে পারে, যেমন হার্ডওয়্যার বেসড ও সফটওয়্যার বেসড। রাউটার হতে পারে হার্ডওয়্যার বেসড বা বিল্ট-ইন-ফায়ারওয়ালের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। বেশিরভাগ রাউটার কিছু নির্দিষ্ট আইপি এড্রেসের ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হয়, কিছু ক্ষেত্রে ব্লক রিকোয়েস্ট বেসড এ ও তৈরি হয়। যেসব সফটওয়্যার বা প্রোগ্রাম কোন কম্পিউটার বা নেটওয়ার্কে এক্সটার্নাল এক্সেস নিয়ন্ত্রণ বা পর্যবেক্ষণ করে তারাও ফায়ারওয়াল হিসেবে পরিচিত। আবার নেটওয়ার্ক ফায়ারওয়াল ইন্টারনেটের কিছু অনুমোদিত ট্রাফিককেই ঐ নেটওয়ার্কের ভেতরে এবং বাইরে যাওয়া আসার অনুমতি দেয়।