Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
FiOS
- Details
- Written by Invincible সাজ্জাদ
- Hits: 924
FiOS এর পূর্ণ রূপ Fiber Optic Service। অনেক কোম্পানী ফাইবার অপটিক ক্যাবল সরবরাহ করে যোগাযোগের যে সুযোগটি আপনাকে দিচ্ছে সেই সার্ভিসটিই Fiber Optic Service নামে পরিচিত। FiOS কে অন্য ভাবে বলা যায় Fiber To The Premises বা FTTP সার্ভিস।ফাইবার অপটিক আলোর গতিতে ডাটা সরবরাহ করে বলে এর মাধ্যমে বিশ্বের যেকোন প্রান্তে ডাটা কমিউনিকেশন বা যোগাযোগ করা যায় সবচেয়ে দ্রুততম সময়ে। বিভিন্ন কোম্পানীগুলো আপনার বাসায়, অফিসে, ইন্ড্রাস্ট্রিতে পৌঁছে দিচ্ছে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে। আর এর মধ্যে বিশ্বের সবচেয়ে নামকরা কোম্পানী হচ্ছে Verizon । মূলত FiOS টা তাদের্রই সৃষ্টি।
ফাইভার অপটিকের কাজটা নিশ্চ্য় জানেন। ওই যে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করছেন তা পাচ্ছেন কিভাবে? অবশ্যই ফাইবার অপটিক ক্যাবলস এর মাধ্যমে। আর দ্রুততম যোগাযোগের জন্য ইদানিং VIOP (Voice Over Internet Protocol) ও ডিজিটাল ক্যাবলে ও এর ব্যবহার হচ্ছে। অন্য কোন মাধ্যম এখনও ফাইবার অপটিক কে ছাড়িয়ে যেতে পারেনি বলে ফাইবার এখন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী।