Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Add-on
- Details
- Written by নাবিল আহমাদ
- Hits: 1373
অ্যাড-অন হচ্ছে কোন সফটওয়্যারের কিছুটা প্রসারণ যেটা ওই প্রোগ্রামে কিছু বাড়তি ফিচার বা সুবিধা যোগ করে। এটা হতে পারে সেই প্রোগ্রামটির কার্যপরিধি বৃদ্ধি করে বা এর ইন্টারফেসে নতুন উপাদান যোগ করে কিংবা একে বাড়তি কোন ক্ষমতা দেয়। উদাহরণস্বরূপঃ জনপ্রিয় ওয়েব ব্রাউজার মোজিলা ফায়ারফক্স বিভিন্ন অ্যাড-অন যেমনঃ গুগল টুলবার, অ্যাড ব্লকার, ওয়েব ডেভেলপার টুল ইত্যাদি সমর্থন করে। কিছু কম্পিউটার গেমেও অ্যাড-অন ব্যবহার করে আলাদা ম্যাপ, চরিত্র বা প্লেয়ারকে গেম নিয়ন্ত্রণের আলাদা ক্ষমতা পাওয়া যায়।
বেশীরভাগ অ্যাড-অন স্বয়ংক্রিয় প্যাকেজরূপে পাওয়া যায়। এর মানে হল একজন ইউজার খুব সহজে এই প্যাকেজে ডাবল-ক্লিক করার মাধ্যমে সংশ্লিষ্ট প্রোগ্রামে তা ইন্সটল করতে পারেন। অন্যান্য অ্যাড-অনকে ম্যানুয়েলি আলাদা নির্দিষ্ট ডিরেক্টরীতে প্রবেশ করাতে হয়। যদিও অনেক প্রোগ্রামই অ্যাড-অন সমর্থন করে না, তবে বর্তমানে অসংখ্য প্রোগ্রাম তৈরী হচ্ছে অ্যাড-অন সুবিধা রেখে, কারণ এতে খুব সহজে ডেভেলপাররা তাদের প্রোগ্রামটির উন্নতিসাধন করতে পারেন।
যাহোক, সব সফটওয়্যার প্রোগ্রামেই একে অ্যাড-অন বলা হয় না। যেমনঃ “ড্রিমওয়েভার” ‘এক্সটেনসন’ সমর্থন করে, যা আলাদা নতুন ওয়েব ডেভেলপমেন্টের সুবিধা যোগ করে। এছাড়া “এক্সেল” ‘অ্যাড-ইন্স’ সমর্থন করে এবং এটি স্প্রেডশীটের নতুন নতুন সুবিধা দেয়। অনেক প্রোগ্রামে ‘প্লাগ-ইন’ ব্যবহৃত হয় যেটা অ্যাড-অন এরই সমার্থক মাত্র।