online

We have 18 guests and no members online

About us

Software Terms - Technology Basic

ACL

এসিএল-র পূর্ণরূপ হল “Access Control List”। কোন ফাইল, ফোল্ডার কিংবা অন্যান্য বস্ত ব্যবহারে অনুমতির তালিকাকে এসিএল বলে। এর মানে হল একজন কিংবা কয়েকজন ব্যবহারকারি কোন অংশ ব্যবহার করতে এবং কি কি কাজ করতে পারবে তার বিবরণী। এই কাজের মধ্যে পড়ে রিড, রাইট এবং এক্সিকিউট করা। যেমনঃ যদি এসিএল-এ বিশেষভাবে একজন ইউজারকে শুধুমাত্র ‘রিড-অনলি’ অনুমতি দেয়া থাকে, তাহলে সেই ইউজার শুধু ফাইলটি খুলতে পারবে, কিন্তু কিছুই লিখতে পারবে না।

এভাবেই এসিএল সরাসরি ফাইল ও ফোল্ডারের ব্যবহারক্ষেত্র নিয়ন্ত্রণ করে। বেশীরভাগ অপারেটিং সিস্টেম যেমনঃ উইন্ডোজ, ম্যাক এবং ইউনিক্সসিস্টেমে এটি ব্যবহার করা যায়। যদিও এসিএল ইউজারদের থেকে লুকিয়ে রাখা হয়, তবে গ্রাফিকাল ইন্টারফেস ব্যবহার করা এগুলোকে প্রয়োজনমত পরিবর্তন করা যায়। যেমনঃ ইউনিক্স সিস্টেমে chmod() কমান্ড ব্যবহার করে এসিএল এডিট করা যায়।


comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To