Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
Browser
- Details
- Written by নাবিল আহমাদ
- Hits: 1296
একটি “ওয়েব ব্রাউজার” কে শুধুমাত্র “ব্রাউজার”ও বলা হয়ে থাকে। নিশ্চিতভাবে আপনি এ লেখাটি পড়ছেন একটি ব্রাউজারের মাধ্যমে। এটা একধরণের প্রোগ্রাম যেটি সাধারণত মানুষ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে প্রবেশের জন্য ব্যবহার করে থাকে। এটি এইচটিএমএল কোড ও এর সাথে যুক্ত টেক্সট, ইমেজ , হাইপারটেক্সট লিংক, জাভাস্ক্রিপ্ট এবং জাভা অ্যাপ্লেটকে অনুবাদ করে। এইচটিএমএল কোড অনুবাদ করার পর ব্রাউজার সেগুলো সুন্দরভাবে পেজে প্রদর্শন করে। কিছু ব্রাউজারের উদাহরণঃ মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার, মোজিলা ফায়ারফক্স, অপেরা, নেটস্কেপ কমুনিকেটর, অ্যাপল সাফারী।