Basic Terms
online
We have 18 guests and no members online
About us
Software Terms - Technology Basic
BIOS
- Details
- Written by নাবিল আহমাদ
- Hits: 1320
বায়োস এর পূর্ণরূপ হল “Basic Input/Output System”। বায়োস হল একধরণের প্রোগ্রাম যেটা উইন্ডোজ ভিত্তিক কম্পিউটারে (ম্যাক বাদে) আগে থেকেই ইন্সটল করা থাকে এবং কম্পিউটার স্টার্ট-আপের সময় একে ব্যবহার করে থাকে। অপারেটিং সিস্টেম চালুর পূর্বে সিপিইউ বায়োসে প্রবেশ করে। এরপর বায়োস সবগুলো হার্ডওয়্যারের সংযোগ ও ডিভাইসগুলোর অবস্থান পরীক্ষা করে। যদি সবকিছু ঠিকমত থাকে, এরপর বায়োস কম্পিউটার মেমরীতে অপারেটিং সিস্টেম লোড করে এবং বুট-আপ প্রক্রিয়া সম্পন্ন করে।
যেহেতু বায়োস হার্ডড্রাইভ পরিচালনা করে, তাই একে আলাদাভাবে পাওয়া যাবে না। আবার যেহেতু এটি বুট-আপের পূর্বে কাজ করে তাহলে এটি র্যামের মধ্যেও পাওয়া যাবে না। তাহলে বায়োস মুলত কোথায় থাকে? আসলে বায়োসের অবস্থান কম্পিউটারের রম (ROM-Read Only Memory)-এ। আরো সঠিকভাবে বলতে গেলে এটি এপরম (E PROM-Erasable Programmable Read Only Memory)-এর চীপের সাথে থাকে। তাই ইউজার যখন কম্পিউটার চালু করে, সিপিইউ প্রথমে এপরম-এ প্রবেশ করে এবং বায়োসকে কন্ট্রোল দেয়।
বায়োস কম্পিউটার বুট করার পরও ব্যবহৃত হয়। এটি সিপিইউ এবং আই/ও(I/O) ডিভাইসগুলোর মধ্যনিয়ন্ত্রক হিসেবে কাজ করে। বায়োসের কারণে, ইউজারের প্রোগ্রাম ও অপারেটিং সিস্টেমকে পিসির সাথে যুক্ত আই/ও ডিভাইসগুলো সম্বন্ধে (যেমনঃ হার্ডওয়্যারের এড্ড্রেস) পুরোপুরি না জানলেও চলে। যখন ডিভাইসগুলোর ডিটেইলস পরিবর্তিত হয়, তখন শুধু বায়োস আপডেট করলেই চলে। আর এই পরিবর্তন করা যায় সিস্টেম স্টার্ট-আপের সময় বায়োসে প্রবেশের মাধ্যমে। বায়োস মেনুতে প্রবেশ করতে হলে কম্পিউটার স্টার্ট-আপের সাথে সাথেই F1 বা F2 বা DEL কী চাপতে হবে।