Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
Autoresponder
- Details
- Written by ফাহমিদা পলি
- Hits: 1061
অটোরেস্পন্ডার হল মেইলসার্ভারে থাকা কম্পিউটার প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে ইমেইল এর প্রতিউত্তর দেয়। অটোরেস্পন্ডার সাধারণত ইমেইলে ব্যবহার হয়ে থাকে, যেটা তক্ষণাৎ তথ্য সরবরাহ করে তাদের কাস্টমারদের কাছে। প্রথম অটোরেস্পন্ডার এর কাজ শুরু হয়েছিল মেইল ট্রান্সফার এজেন্টদের মাধ্যমে এবং তৈরি হয়েছিল বাউন্স মেসেজ প্রদানের জন্য - যেমন "আপনার ইমেইল ডেলিভার হয়নি কারন ..."- যার মাধ্যমে মেইল প্রদানকারী সাথে সাথেই তার পাঠানো মেইলের অবস্থা জানতে পারে। ই-মেইল ব্যাকস্কেটার পরিবর্তন না করার ব্যাপারে আজকাল অটোরেস্পন্ডাগুলো্র সচেতন হওয়া উচিত,কারন এটা email spam এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে উত্তর দেয়।
#অটোরেস্পন্ডার দুটো ক্যাটাগরি আছেঃ
* আউটসোর্সড এএসপি মডেল: এই অটোরেস্পন্ডার ব্যবহার করে সরবরাহকারিদের ইনফ্রাস্ট্রাকচার এবং সুনির্দিষ্ট ওয়েববেসড নিয়ন্ত্রিত প্যানেল কাস্টমার মাসিক ফি আদায় করে, এটা ব্যবহারকারিদের জন্যও আদায় করার সহজ পদ্ধতি।
*সার্ভার সাইড: এর সাহায্য নিজস্ব ওয়েবসার্ভারে অটোরেস্পন্ডার সিস্টেম ইনস্টল করা যায়।