Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
Avatar
- Details
- Written by মাসপি
- Hits: 987
সাধারণভাবে বলতে গেলে বলা যায় আভাটার হল একজন ব্যক্তির অথবা চিন্তার মূর্ত প্রকাশ। আর কম্পিউটারের বিশ্বে আভাটার মানে অনলাইনে থাকা ব্যবহারকারীর উপস্থিতি নির্দেশ করে । এটা মাল্টিপ্লেয়ার গেম , অনলাইন কমিউনিটি এবং ওয়েব ফোরামে অনেক ব্যবহৃত থাকে।
অনলাইন মাল্টিপ্লেয়িং গেমগুলোতে ইউজার নিজের ইচ্ছামত চরিত্র তৈরি করতে পারে। আর এই চরিত্রগুলোই গেমারের আভাটার সরবরাহ করে। ধরা যাক, কোন একটি গেমে গেমার একটি আভাটার সেট করল। গেমার তার খেলায় ভাল করল, ফলে গেম খেলার উপযোগী আরো উপকরণ তার প্রোফাইলে যোগ হল ফলে আভাটার ঐ গেমে অতিরিক্ত সময় জুড়ে টিকে থাকতে পারে।
ওয়েবফোরামগুলোতেও আভাটার ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয়। ফোরামগুলোতে আলোচনা করার জন্য ভিজিটরকে রেজিস্ট্রেশন করতে হয়। ফলে ভিজিটরের কিছু তথ্য ও ছবি জমা দিতে হয়। আর এই ছবিটিই হল আভাটার যা ঐ ভিজিটরের মূর্ত রূপ তুলে ধরে।