Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
Backbone
- Details
- Written by মাসপি
- Hits: 1017
মানুষের মেরুদন্ড ছোট ছোট অনেক স্নায়ুর সিগনাল বহন করে। একটি নেটওয়ার্ক ব্যাকবোন ছোট আকারের লাইনে ট্রাসমিশন ডাটা বহন করে। একটি লোকাল ব্যাকবোন মেইন নেটওয়ার্ক লাইনের দিকে যায় , যা আবার কিছু সংখ্যাক লোকাল এরিয়া নেটওয়ার্কের (LAN) সাথে সংযুক্ত, যা পরবর্তীতে তৈরী করে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ফলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) ব্যাকবোন কানেকশনের সাথে সম্পর্কযুক্ত।
ইন্টারনেট যা পুরোপুরি ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সাথে সংযুক্ত,এটি বহু দূরত্বেও ব্যাকবোনের উপর নির্ভর করে ডাটা বহন করতে পারে। ইন্টারনেট ব্যাকবোন কিছু সংখ্যাক আল্ট্রা-হাই ব্যান্ডউইথ কানেকশনের দিয়ে গঠিত, যা পৃথিবীর বিভিন্ন নোডের(node) সাথে যুক্ত থাকে। এই নোড লোকাল অঞ্চলে ছোট নেটওয়ার্কে ইনকামিং ডাটার পথ তৈরি করে । ব্যাকবোনে ডাটা পৌঁছার আগে কিছু সংখ্যাক হোপস (hops) বানাতে হয় , ফলে এটি তার নির্দিষ্ট পথে দ্রুত গতিতে যেতে পারে। এই কারনে অনেক ওয়েব হোস্ট এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান ব্যাকবোনের সাথে ডাইরেক্ট কানেকশন দিয়ে থাকে।