Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
Backlink
- Details
- Written by Invincible সাজ্জাদ
- Hits: 1012
ব্যাকলিংক হল একটি ওয়েবসাইটে আরেকটি ওয়েবসাইটের লিঙ্ক। যেমন www.abc.com সাইটটির একটি লিঙ্ক www.facebook.com এ আছে, তাহলে www.facebook.com এর জন্য www.abc.com লিঙ্কটি একটি ব্যাকলিংক। এই লিঙ্কিং এর ব্যাপারটাকে বলা হয় ডিরেক্ট ট্রাফিকিং। যত বেশী ট্রাফিকিং তত ওয়েবসাইটের লাভ। ধরুন www.abc.com সাইটটিতে ২০টি ওয়েবসাইটের লিঙ্ক আছে। তার মানে ওই ২০টি সাইটের নাম আলাদা করে না জানলে মানুষ www.abc.com তেই প্রবেশ করবে। তাতে লিঙ্কগুলোর সাথে www.abc.com টাও বেশি পরিমানে ভিজিটর পাবে। তার মানে www.abc.com এই সাইটটা ওয়েবে নিজের অবস্থান শক্তিশালী করতে পারবে। সার্চ ইঞ্জিন গুলোও এই তত্ত্বে বিশ্বাসী অনেকটাই। তারা তাদের এলগরিদমে ব্যাকলিংককে প্রাধান্য দেয়। সার্চ এঞ্জিন অপ্টিমাইজেশনে ব্যাকলিংক এর ব্যবহার দিনদিন বাড়ছে। একটি ওয়েবসাইটে ব্যাকলিংক যত বেশি ,তার রেঙ্কিং এ এগিয়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি। শেষকথা ব্যাকলিংকে সবারই লাভ। যার লিঙ্ক আছে এবং যেখানে লিঙ্ক আছে।