online

We have 16 guests and no members online

About us

Articles

Banner Ad

বিভিন্ন ওয়েবসাইটে কোন পণ্যের বা সেবার জন্য গ্রাফিক্যাল ছবির এর মাধ্যমে যে বিজ্ঞাপন করা হয় তাকে ব্যানার এড বলে। এই বিজ্ঞাপন তৈরী হয় বিভিন্ন ধরণের ছবি (GIF, JPEG, PNG) দ্বারা, জাভাস্ক্রীপ্ট এর দ্বারা, কিংবা বিভিন্ন মাল্টিমিডিয়া প্রোগ্রাম যেমন- ফ্ল্যাশ, শকওয়েব বা জাভা দিয়ে। এক্ষেত্রে তারা অর্থ আয় করে CPC (cost per click) এর মাধ্যমে।

সাধারণত এটি আয়তকার হয়ে থাকে এবং ৪৬৮ পিক্সেল প্রশস্ত ও ৬০ পিক্সেল উচ্চতাবিশিষ্ট হয়ে থাকে। এছাড়া অনেক ব্যানার এড আছে যেগুলোর উচ্চতা কম কিন্তু প্রশস্ততা বেশী(৭২৮*৯০) হয়ে থাকে, এদেরকে “লিডারবোর্ড” বলে। অপরদিকে আছে “স্কাইস্ক্র্যাপার” যার প্রশস্ততা কম কিন্তু উচ্চতা বেশী(১২০*৬০০ অথবা ১৬০*৬০০) ।

বিজ্ঞাপনের আদর্শ আকার নির্ধারণ করতে একটি সংস্থা আছে, এটি IAB নামে পরিচিত।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To