Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
Bcc
- Details
- Written by নাবিল আহমাদ
- Hits: 1102
যখন কোন ই-মেইল পাঠাতে হয় তখন গ্রাহকের ই-মেইল আইডি লিখা হয় To: নামক অপশনে। বিভিন্ন গ্রাহকের কাছে একই message পাঠাতে হলে To: এর নিচে Cc: নামে একটি অপশন থাকে যেখানে তাদের ঠিকানা কমা(,) দিয়ে আলাদা করে লিখতে হয়। এতে গ্রাহক জানতে পারবে আর কার কার কাছে একই মেসেজ গিয়েছে।
আবার Cc: অপশনের নিচে Bcc: নামে আরেকটি অপশন থাকে। Bcc মানে "blind carbon copy"। এর কাজ Cc: এর মত একই তবে এক্ষেত্রে একজন গ্রাহক জানতে পারবে না আর কার কার কাছে একই মেসেজ গিয়েছে। এতে খুব সহজে কয়েকজন গ্রাহককে একই মেসেজপাঠানো যায়।