Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
Cc
- Details
- Written by Invincible সাজ্জাদ
- Hits: 1122
Cc এর পুরো পূর্ণরূপ হল "Carbon Copy" (কার্বন কপি)। আমরা অনেক সময় কার্বন পেপার ব্যবহার করে কোন কিছু কপি করি। টেকনোলজি জগতে Cc ঠিক এমনই।
এর ব্যবহার হয় ই-মেইল এ। যেমন আপনি কোন এক বন্ধুকে মেইল করছেন। সেই ক্ষেত্রে তার ই-মেইল এড্রেসটা লিখেন কম্পোজ মেসেজ এর to অপশনে। এখন মনে করছেন মেসেজটা আরো কয়েকজনকে পাঠানো দরকার। এবার ব্যবহার করুন to অপশন এর নিচের টুলবার Cc অপশন।এই অপশনে গিয়ে আপনি সিলেক্ট করে দিতে পারেন অনেক ইমেইল এড্রেস। বাস!!! হয়ে গেল!!! যত গুলো ইমেইল এড্রেস সিলেক্ট করে দিলেন তত গুলো মেইল এড্রেসে আপনার মেইলটি পৌছে যাবে। কত কষ্ট থেকে বেচে গেলেন!!! এক মেসেজ কয়েকবার লিখতে হলনা।
এর বেশি ব্যবহার ব্যবসাক্ষেত্রে দেখা যায়। যেমন অফিসের বস জরুরি মিটিং ডাকলেন!! একটি মেসেজ লিখে সবাইকে Cc করে পাঠিয়ে দেন। কাজ শেষ!!! আবার মেসেজ কাকে কাকে পাঠিয়েছেন তা কাউকে দেখতে দিতে না চাইলে BCc (Blind carbon Copy)ব্যবহার করুন।