Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
Certificate
- Details
- Written by Invincible সাজ্জাদ
- Hits: 995
আমরা পরীক্ষায় উত্তীর্ণ হলে আমাদেরকে স্কুল,কলেজ বা বিশ্ববিদ্যালয় বোর্ড একটি সার্টিফিকেট বা সনদপত্র দেয়। মানে আমরা যে পরীক্ষা দিয়েছি তার বৈধতা ঘোষণা করে।কম্পিউটার বা ইন্টারনেট দুনিয়ায় সার্টিফিকেট জিনিসটি ঠিক এমনই।
একটি এসএসএল(SSL) সার্টিফিকেট হল একটি নিরাপদ সনদপত্র যা ওয়েব সার্ভারে ইনস্টল থাকে এবং ওয়েবসাইটগুলোকে পর্যবেক্ষন করে। বেশিরভাগ ক্ষেত্রেই এই ডিজিটাল সনদপত্রটি ব্যবসায়িক ওয়েবসাইটগুলোকে পর্যবেক্ষনে রাখে, যাতে অনলাইন ক্রেতারা এই ওয়েবসাইটগুলোকে বিশ্বাস করতে পারে। কিন্তু তা কিভাবে সম্ভব?
এই ক্ষেত্রে তৃতীয় কোন পক্ষ যেমন Verisign বা Thawte এসে আপনার ওয়েবসাইটকে পর্যবেক্ষন করে এই সার্টিফিকেটি প্রদান করে ঐ সাইটটিকে বৈধ ঘোষনা করে এবং তা অবশ্যই অর্থের বিনিময়ে। এরপর এটি ওয়েব সার্ভারে ইনস্টল হয় এবং কোন ক্লায়েন্ট যদি ঐ সাইটে প্রবেশ করে এই সনদটি তার নিরাপত্তার দায়িত্ব নেয়। ক্লায়েন্ট এই সনদটি দেখতে চাইলে দেখতে পারে তার ব্রাউজারের নিচে একটি তালা চিহ্নিত আইকনে গিয়ে।
সনদটির মেয়াদ থাকে ২-৩ বছর। এরপর একে নবায়ন করতে হয়। মেয়াদকাল শেষ হওয়ার পর কোন ইউজার ঐ সাইটে প্রবেশ করলে সে যে নিরাপত্তাহীনতায় ভুগবে এমনটি নয়। এর অর্থ সাইটটি অন্যদের মত প্রফেশনাল নয়।