Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
CPC
- Details
- Written by ফাহমিদা পলি
- Hits: 815
এর পূর্ণরূপ হল "কস্ট পার ক্লিক" (cost per click) এবং এটা CPA ও CPL এর মত অনলাইন এর বিজ্ঞাপনে ব্যবহ্নত হয়। এর মানে হল , কত সংখ্যক বার ভিজিটর ওই বিজ্ঞাপনের ওয়েবসাইটে ক্লিক দেয়।
উদ্বাহরণস্বরূপঃ একজন প্রকাশকের টেক্সট অথবা ছবি ভিত্তিক বিজ্ঞাপন এর উপর তার নিজস্ব ওয়েবসাইট থাকতে পারে। যখন একজন ভিজিটর কোনো বিজ্ঞাপনে ক্লিক দেয় সে সরাসরি ওই বিজ্ঞাপনদাতার ওয়েবসাইটে প্রবেশ করে। কোনো ব্যবহারকারী যতবার ওই বিজ্ঞাপনদাতার ওয়েবসাইটে প্রবেশ করে , ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে বিজ্ঞাপনদাতার সাইটে প্রতিটি ক্লিকের তথ্য সংরক্ষিত থাকে এবং প্রকাশককে একটি নির্দিষ্ট অর্থ প্রদান করা হয় cpc এর উপর ভিত্তি করে।