Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
CPL
- Details
- Written by ফাহমিদা পলি
- Hits: 910
সিপিএল শব্দের অর্থ "কস্ট পার লিড" (Cost Per Lead)। এটা একটা অনলাইনে বিজ্ঞাপন প্রচার করার জন্য প্রচারমাধ্যমকে অর্থ প্রদানের একটা নিয়ম।
আমরা অনলাইনে বিভিন্ন সাইটে অনেকধরণের বিজ্ঞাপন দেখে থাকি। এই বিজ্ঞাপন প্রদর্শনের জন্য সাইটের মালিককে পয়...সা দিতে হয়। যেমন গুগল অ্যাডসেন্সের মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপণের জন্য সাইট এর মালিক পয়সা পান। কিন্তু এরকম বেশীরভাগ ক্ষেত্রে হয় যে যারা বিজ্ঞাপনে ক্লিক করেন তারা পণ্যটি কেনেন না। এক্ষেত্রে বিজ্ঞাপন প্রদানকারীর অর্থ নষ্ট হয়। তাই এই সমস্যা থেকে সমাধানের জন্য সিপিএল টাইপ চালু করা হয়। এই পদ্ধতিতে বিজ্ঞাপনে ক্লিক করে আসা যেসব ব্যবহারকারী পণ্যটি কিনবে অথবা যথাযথ কাজ করবে শুধু সেই হারে সাইটের মালিককে অর্থ পরিশোধ করা হবে। উদাহরণ হিসেবে বলা যায় আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনের সময় প্রচারণার কাজে সিপিএল পদ্ধতিতে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য অর্থ দেওয়া হয়েছিল।
অন্যদিকে সিপিএ হল "কস্ট পার অ্যাকশান/অ্যাকটিভিটি" যা বিজ্ঞাপনে মোট ক্লিক বা দেখার উপর ভিত্তি করে মালিককে অর্থ দেয়। সিপিএ আর সিপিএল এর মধ্যে পার্থক্য করা যেতে পারে এভাবে - যদি কোন সাইটের মালিক ১০০ জন ভিজিটরের জন্য ১০০৳ পান, তাহলে ভিজিটর বিজ্ঞাপন দেখে পণ্যটি কিনুক বা না কিনুক মালিক ১০০টি ক্লিক হলেই ১০০৳ পাবেন সিপিএ অনুসারে। কিন্তু যদি সিপিএল পদ্ধতিতে মুল্য পরিশোধ করা হয় তাহলে ক্লিক ১০০০ হলেও পণ্যটি ১০০ জন না কিনলে মালিক সম্পুর্ণ টাকা পাবেন না।