online

We have 16 guests and no members online

About us

Articles

CSS

CSS এর পুরো abbreviation হল Cascading Style Sheet.“CSS” এমন একটি স্টাইল যা দিয়ে “HTML” বা অন্য কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা ওয়েবপেজের ডিজাইন, লে আউট, ধার, কালার পরিবর্তন করা যায়। সাধারনত যারা ওয়েবপেজ তৈরি করেন তারা মাঝেমধ্যেই তাদের পেজের স্টাইল বদল করতে চান। একবার HTML দিয়ে পেজের স্টাইল বদল করতে অনেক কসরত করতে হয়। প্রতিটি ছক, প্রতিটি ব্লক, পেজের ধার, পেজের টেক্সট, টেক্সটের সাইজ, পেজের রঙ ইত্যাদি পরিবর্তন করতে হয় আলাদা করে, যেখানে CSS দিয়ে একবারেই সব করা যায়। আর CSS সাপোর্ট করে এমন অনেক পেজের ডিজাইন , কালার, ধার,স্টাইল ও একবারেই পরিবর্তন করা যায়, যা HTML এ সময়সাপেক্ষ।একবার চিন্তা করুন তো ৫০ টি পেজের ডিজাইন করতে তাহলে HTML এ কত সময় লাগবে আর CSS এ কত সময় লাগবে? HTML দিয়ে করতে যা সময় লাগবে CSS দিয়ে তার ১০ ভাগের ১ ভাগ সময় লাগবে, অনুপাত অনেকটা এরকম।

এইক্ষেত্রে CSS দিয়ে পরিবর্তন করা পেজের ফরম্যাট, টেক্সটের সাইজ, ফরম্যাট, লে আউট, ছকের ধার, ছকের পুরুত্ব, ধারের রং HTML এর পরিবর্তনের চেয়ে অনেকটাই আকর্ষনীয়। তাই ওয়েব ডেভেলাপারেরা HTML দিয়ে পেজ ডিজাইনের চেয়ে CSS দিয়ে পেজ ডিজাইনকে বেশি গুরুত্ব দেন, কারন HTML এর চাইতে CSS এর কন্ট্রোল অনেক বেশি সহজ।

comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To