online

We have 16 guests and no members online

About us

Articles

CTR

এর পূর্ণরূপ হচ্ছে “ক্লিক থ্রো রেট”(Click-Through Rate) যা অনলাইন এ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। একটি ওয়েবসাইটে দেয়া বিজ্ঞাপণে কতজন ভিজিটর ক্লিক করলো এবং মোট কতজন ইউজার ঐ ওয়েবসাইট ভিজিট(প্রবেশ) করেছে তার অনুপাতই হচ্ছে CTR। অর্থাৎ ঐ ওয়েবসাইট ভিজিটরদের(প্রবেশকারী) শতকরা কতজন ঐ বিজ্ঞাপনে ক্লিক করেছে সে সংখ্যাই হচ্ছে CTR। একটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিস্কার হয়ে যাবে। যেমন ধরুণ একটি ওয়েবসাইটে ভিজিটরদের(প্রবেশকারী) সংখ্যা ১০০ জন । তার মধ্য ঐ ওয়েবসাইটে থাকা একটি বিজ্ঞাপনে ক্লিক করেছে ৩ জন। তাহলে আপনারই বলুন CTR কত? খুব সহজ ৩/১০০বা ৩%। CTR এর ভিত্তিতেই ওয়েবসাইট মালিককে তার প্রাপ্য টাকা দেয়া হয়। CTR যত বেশি টাকার পরিমানও তত বেশি। তাই ওয়েবসাইট মালিকরা CTR বাড়ানোর জন্য ওয়েবসাইটে বিজ্ঞাপণ কে অত্যন্ত আকর্ষণীয় করে উপস্থাপন করেন। কিন্তু তারপরও ওয়েবসাইট গুলোর CTR মাত্র ১%। কারণ বেশির ভাগ ভিজিটরই বিজ্ঞাপন সম্পর্কে অবহিত থাকেন না।


comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To