Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
Cyberspace
- Details
- Written by পাভেল ফাহমি
- Hits: 996
Cyber space শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন উইলিয়াম গিবসন ১৯৮৪ সালে তার “ Neuromancer “ বইতে। Cyber space হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের ইলেকট্রনিক ও অদৃশ্য মাধ্যম, যেখানে অগণিত কম্পিউটার ব্যবহারকারী পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। ইন্টারনেট উদ্ভাবনের পর থেকে Cyber space কম্পিউটারের বৈশ্বিক নেটওয়ার্কে পরিণত হয়েছে ।যেখানে কম্পিউটার ব্যবহারকারীরা কোন রকম শারীরিক উপস্তিতি ছাড়াই একে অন্যের সাথে মনের ভাব প্রকাশ করতে পারে, বাজার করতে পারে, বিভিন্ন কাজ করতে পারে, খেলাধূলা,পড়াশুনাসহ আরও অনেক কিছুই করতে পারে।