Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
Cybersquatter
- Details
- Written by নাবিল আহমেদ
- Hits: 756
আমেরিকার শুরুর দিকে এর পশ্চিমাঞ্চল ছিল বেশ রূক্ষ। সেসময় জমিসংক্রান্ত কোন নির্দিষ্ট নিয়ম বা মালিকানা না থাকায় ভাগ্যান্বেষীরা বিভিন্ন দিক থেকে এসে সরকারি জমি দখল করে নিজ নামে দাবি করত। এদেরকে বলা হত “স্কোয়াটার”। ১৮০০ শতকের দিকে ক্যালিফোর্ণিয়া গোল্ড রাশের সময় এধরণের স্কোয়াটারদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।
১৯৯০-এ নতুন আরেক গোল্ড রাশের শুরু হয়, তবে এবারের রাশ ছিল গোল্ড এর বদলে ডোমেইন নেমের। নব ইন্টারনেট যুগের অনেক ব্যবহারকারি ডোমেইন নেমের মূল্য বুঝতে পেরে যে যত পারল ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে লাগল। মাত্র কয়েক বছরেই সব কমন “ডট কমস” গুলো রেজিস্টার্ড হয়ে গেলো। অনেকেই শুধুমাত্র ওয়েবসাইট খোলার চেয়ে বিনিয়োগের জন্যে রেজিস্টার করল। এদেরকে বলা হয় “সাইবারস্কোয়াটার” এবং এ পদ্ধতিকে বলা হয় “সাইবারস্কোয়াটিং”।
সাইবারস্কোয়াটারদের নিজস্ব ডোমেইন এর সংখ্যা কয়েকটি হতে পারে কয়েক হাজারো হতে পারে। তারা রেজিস্ট্রেশন করে সেসব ডোমেইন নেমগুলো যেগুলোতে জনপ্রিয় শব্দ কিংবা প্রবাদ রয়েছে। আবার অনেক ডোমেইনার আছে যাদেরকে বলা হয় “টাইপোস্কোয়াটার” ডোমেইন নেম রেজিস্ট্রেশন করে যেগুলো জনপ্রিয় কিছু ওয়েবসাইটের অনুরূপমাত্র কিন্তু মুদ্রাক্ষর ভিন্ন। এধরণের ডোমেইনের মূল উদ্দেশ্য হল ভুলে লিখা URLগুলোর দ্বারা ট্রাফিক সৃষ্টি করা। সাধারণত সাইবারস্কোয়াটাররা লাভ করে দুইটি উপায়ে (১) পেজগুলোতে অ্যাডভারটাইজমেন্টে ক্লিক করার মাধ্যমে। (২) যারা কিনতে আগ্রহী তাদের কাছে ডোমেইনগুলো উল্লেখযোগ্য মূল্যে বিক্রি করে দেয়া। অনেকে প্রকৃত মালিকদের জোর করত ডোমেইন মালিকানা ছেড়ে দেয়ার জন্য। এর ফলে ১৯৯৯ সালে “Anticybersquatting Consumer Protection Act ”(ACPA) প্রবর্তিত হয়, যেটা ডোমেইন সত্বাধীকারিদের বৈধ মালিকানার জন্য একটি স্বতন্ত্র্য ট্রেডমার্ক বা রেজিস্টার্ড নাম দিয়ে থাকে। সাধারণ কথায়, কোন ইউজার এমন কোন ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে পারবে না যার কোন অনুরূপ বা সমার্থক আছে।
যদি ডোমেইন নেম নিয়ে কোন ধরণের সন্দেহ সৃষ্টি হয় সেক্ষেত্রে সেটি আইন পর্যন্ত গড়াবে যা সমাধানে পরবর্তীতে দীর্ঘসময় নিতে পারে। এটি প্রতিরোধে ICANN প্রবর্তন করেছে “Uniform Domain Name Dispute Resolution Policy” বা UDRP যেটা ডোমেইন
সত্বাধীকারিদের নিজস্ব ট্রেডমার্ক দেয়ার মাধ্যমে সাইবারস্কোয়াটারদের প্রতিরোধ করেছে। যদিও এখনো সাইবারস্কোয়াটিং আছে, তবে মালিকরা উন্নত ব্যবস্থার কারণে এখন খুব সহজে নিজের ডোমেইন নেম রক্ষা করতে পারছে।