Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
Del.icio.us
- Details
- Written by পাভেল ফাহমি
- Hits: 903
“Del.icio.us” নামটা দেখে মনে হয় অনেক জটিল কিছু একটা।“Del.icio.us” এর উচ্চারণ ইংরেজি শব্দ Delicious এর মত। আসলে Del.icio.us হচ্ছে একটি সামাজিক bookmarking ওয়েবসাইট, যেখানে আপনি ওয়েবসাইট শেয়ার, সেভ, এমনকি ট্যাগ ও করতে পারেন। এখানে আপনি যেকোন ধরনের ওয়েবসাইট বুকমার্ক করতে পারেন। সাধারনত “Del.icio.us” এ নতুন বিষয় , প্রযুক্তি, অনলাইন সম্পর্কিত ওয়েবসাইট বেশি পাওয়া যায়। এখানে আপনি কোন ওয়েবসাইট শেয়ার করার পাশাপাশি ঔ ওয়েবসাইট সম্পর্কে কিছু লিখতেও পারেন। এই ওয়েবসাইটটি তৈরী করেন Joshua Schachter ২০০৩ সালে । এই সাইটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে ইন্টারনেট জায়ান্ট Yahoo! ২০০৫সালে এটি কিনে নেয়। সম্প্রতি ২৭ এপ্রিল,২০১১ AVOS Systems সাইটটি কিনে নেয়। এর সদরদপ্তর সানভ্যালি,ক্যালিফোর্নিয়াতে অবস্তিত। “Del.icio.us” এ “Del” হচ্ছে domain prefix , icio.us হচ্ছে domain name এবং "us" হচ্ছে domain suffix।