Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
DHCP
- Details
- Written by পাভেল ফাহমি
- Hits: 954
DHCP এর পূর্ণরূপ হচ্ছে "Dynamic Host Configuration Protocol." DHCP এর কাজ হচ্ছে একটি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত প্রত্যেক কম্পিউটার বা ডিজিটাল মেশিন কে Dynamic IP ADRESS প্রদান করা।এখন আসুন আমরা একটু IP ADRESS সম্পর্কে জেনে নেই।পৃথিবীতে যেমন প্রত্যেক মানুষকে আলাদা ভাবে চেনার জন্য প্রত্যেকেরই একটি নাম থাকে,তেমনি আপনি যখন ইন্টারনেট এর সুবিশাল জগতে পদার্পণ করবেন আপনারও একটি আলাদা নাম বা পরিচয়ের প্রয়োজন হবে।আর এই নাম বা পরিচয়ই হচ্ছে IP ADRESS। IP ADRESS দুই ধরনের Static এবং Dynamic। Dynamic IP ADRESS হচ্ছে পরিবর্তশীল যেমন আপনি যখন নেটওয়ার্কে প্রবেশ করবেন তখন DHCP আপনাকে একটি IP ADRESS প্রদান করবে ।আপনি যখন নেটওয়ার্ক থেকে বেরিয়ে যাবেন,তখন ঔ একই IP ADRESS অন্য ইউজার কে প্রদান করা হবে।আমরা নেটওয়ার্কে প্রবেশ করা মাত্র DHCP নেটওয়ার্ক সার্ভারের IP ADRESS এর তালিকা থেকে আমাদেরকে IP ADRESS প্রদান করে।
মূলকথা, DHCP এর মাধ্যমে নেটওয়ার্ক ডিভাইসগুলো কম্পিউটারকে প্রতিবার অনন্য আইপি প্রদান করে। অর্থাৎ নির্দিষ্ট কোন আইপি থাকেনা। যেমন আমরা যেসব মডেম ব্যবহার করি সেখানে মডেম সার্ভারে কানেক্ট হওয়ার পর একটা ডাইনামিক আইপি বসিয়ে দেয়। এটা পরে বদলে যেতে পারে। তবে যারা স্ট্যাটিক আইপি ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় ।