online

We have 16 guests and no members online

About us

Articles

Dial-up

Standard ফোনলাইন থেকে যে ইন্টারনেট সংযোগ পাওয়া যায় তাকে ডায়াল-আপ বলা হয়। এখানে মডেম কম্পিউটারকে ফোনলাইনের সাথে সংযুক্ত করে এবং ডাটা আদান-প্রদানের মাধ্যম হিসাবে কাজ করে। যখন একজন ইউজার ডায়াল-আপ কানেকশন চালু করতে চায় তখন   Modem Internet Service Provider (ISP) এর ফোন নম্বরে ডায়াল করে এবং isp তা অটোমেটিক্যালি রিসিভ করে। তারপর isp ইন্টারনেট কানেকশন চালু করে। সমস্ত প্রক্রিয়াটি দশ সেকেন্ডের মধ্য সম্পন্ন হয় এবং সংযোগ পাওয়ার আগ পর্যন্ত বিপ বিপ শব্দ করে। ইউজার নিজে থেকে বিচ্ছিন্ন করার আগ পর্যন্ত এই ইন্টারনেট সংযোগ চালু থাকে।isp’s সফটওয়্যার অথবা মডেম ইউটিলিটি প্রোগ্রাম এর “ডিসকানেক্ট” অপশন ব্যবহার করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আবার যদি ফোনলাইন ফোন আসে অথবা ফোন করা হয় তাহলেও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। ১৯৯০ সালের দিকে ডায়াল-আপ ইন্টারনেট কানেকশনের জন্য খুবই প্রচলিত ছিল। কিন্তু পরর্বতীতে এর ধীর গতির(সর্বোচ্চ ৫৬ কিলোবিট পার সেকেন্ড) জন্য ডায়াল-আপ তার জায়গা হারিয়ে ফেলে। ডায়াল আপ এর স্থান দখল করে "Digital Subscriber Line(DSL) এবং কেবল মডেম কানেকশন।এই DSL এবং কেবল মডেম কানেকশন “ব্রডব্যান্ড” নামে পরিচিত যা ডায়াল-আপ চেয়ে ১০০ গুণ দ্রতগতিসম্পন্ন।


comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To