Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
Direct Digital Marketing
- Details
- Written by Invincible সাজ্জাদ
- Hits: 792
Direct Digital Marketing সংক্ষেপে DDM নামে পরিচিত। কি একটু জেনে নিই।
E-commerce শব্দটি ইতোমধ্যেই সবার কাছে পরিচিত। তারই একটি অংশ DDM । যে মার্কেটিংয়ে ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হয় তাকেই Direct Digital Marketing বা DDM বলে। এখন প্রশ্ন হচ্ছে এটি আসলে কি? হুমম!!!
উন্নত দেশগুলোতে দোকানে গিয়ে বাজারসদাই করার প্রয়োজন পরেনা। ফোনে অর্ডার করলেই জিনিসপত্র দিব্যি ঘরে এসে হাজির!!! আর ফোনের মাধ্যমে প্রক্রিয়াটা না হয়ে যদি ইমেইল বা ওয়েবের মাধ্যমে হয় তাহলে মার্কেটিংটা একটু নিজেকে সম্মানিত মনে করে, যার ফলে তার নাম হয়ে যায় DDM।
সংক্ষেপে বোঝানোর জন্যেই এতটা বললাম। এবার একটু দীর্ঘায়িত করি। DDM কে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন বেছে নিচ্ছে কেন? তারা যদি কোন পণ্য ক্রয় বা বিক্রয় করতে চায় তবে তবে ফোন কল বা কাউকে দিয়ে মেসেজ পাঠালো। তবে প্রতি কল বা মেসেঞ্জারের খরচ বহন করতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ব্যয় করতে হচ্ছে প্রচুর টাকা। অপর দিকে ইমেইল করলে খরচ নাই বললেই চলে। এভাবে দিনে যদি ১ লক্ষ ইমেইল কত হয় তাহলে কত টাকা বাচবে? তাহলে লাভ কোনটাতে? প্রশ্ন জাগছে, গুরুত্ব দিবে তো? দিবেনা মানে!!!? টাকার প্রশ্ন, ব্যবসার প্রশ্ন, গুরুত্ব অবশ্যই দিবে!!! না দিয়ে কই যাবে??
আর ওয়েবসাইটে কোম্পানীগুলো ব্যানার এড, টেক্সটলিঙ্ক এবং অন্যান্য মাধ্যমে বিজ্ঞাপন দেয়। আর একটি ক্লিকেই আপনি ঢুকতে পারেন তাদের ওয়েবসাইটগুলোতে। আর এই ব্যাপারটি টিভিতে বিজ্ঞাপন দেওয়ার চেয়ে কার্যকর বেশি। কারন টিভিতে বিজ্ঞাপন দিলে তা অনেকের চোখ এড়িয়ে যেতে পারে। কিন্তু ওয়েবে ঢুকলেই আপনি একবার দেখতে টোটাল প্ল্যানিং দেখতে আগ্রহী হবেনই, কারন আপনাকে ব্যবসায় আকৃষ্ট করতে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অফার দিচ্ছে। আর লাভটা উভয়পক্ষেরই- ক্রেতা ও বিক্রেতা-উভয়পক্ষের। এতে সময়, টাকা ও বাচবে আবার গ্যারান্টিও আছে। আশা করছি DDM বাংলাদেশে আসতে বেশি দিন লাগবেনা।