Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
DNS
- Details
- Written by পাভেল ফাহমি
- Hits: 1070
DNS এর পূর্ণরূপ হচ্ছে "Domain Name System”। DNS হচ্ছে একটি ইন্টারনেট সার্ভিস যা ডোমেইন নেমকে কে আইপি এড্রেসে এ রূপান্তর করে। কারণ শুধুমাত্র আইপি এড্রেসের মাধ্যমেই কোন ওয়েবসাইটে প্রবেশ করা যায়। আসুন ব্যপারটা আমরা বিস্তারিত দেখি,তাহলে সহজে বুঝতে পারব। আমরা যখন কোন ওয়েবসাইটে প্রবেশ করার জন্য তার ডোমেইন নেইম টাইপ করি যেমন www.adobe.com/, এখন কম্পিউটার কিন্তু জানেনা যে এটা adobe’র ওয়েবসাইটে প্রবেশ এর জন্য টাইপ করা হয়েছে,তাই সে এটা কে নিকটর্বতী DNS সার্ভারে এ প্রেরণ করে। DNS সার্ভার এই ডোমেইন নেমকে কে আইপি এড্রেসে রূপান্তর করে দেয়। ফলে এখন কম্পিউটার adobe’র ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করবে। এখন প্রশ্ন হতে পারে ডোমেইন নেম লেখার কি প্রয়োজন? আইপি এড্রেস সাধারণত সংখা দিয়ে লেখা হয় যেমন "apple.com" এর আইপি এড্রেস হচ্ছে "17.254.3.183" । এখন প্রশ্ন এভাবে সংখা দিয়ে আমরা কয়টা আইপি এড্রেস মনে রাখতে পারব? সর্বোচ্চ ৪/৫ টা। এর বেশি আইপি এড্রেস মনে রাখতে গেলে আমরা সবগুলোকে মিলিয়ে ফেলব।এই সমস্য সমাধানের জন্যই DNS এর উদ্ভব।