Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
DNS Record
- Details
- Written by পাভেল ফাহমি
- Hits: 809
DNS রেকর্ড zone ফাইলস এ সংরক্ষিত থাকে। এটা ডোমেইন নেমকে আইপি এড্রেসে রূপান্তর করে। এটি অন্যান্য তথ্য যেমন ডোমেইন নেমের নেম সার্ভার এবং মেইল সার্ভার ইনফরমেশন সংরক্ষণ করে। এছাড়া ডোমেইন নেম এর বিকল্প নামগুলো(aliases) DNS রেকর্ডে এ সংরক্ষিত থাকে । DNS রেকর্ড সাধারনত টেক্সট আকারে থাকে,তাই একে যেকোন সময় সহজেই পরির্বতন করা যায়। তাই টাইপিং এর সময় একটি সামান্য ভুল ডোমেইন নেমকে ভুল সার্ভারে নিয়ে যেতে পারে অথবা সার্ভারে প্রবেশ করতে বাধা দিতে পারে। এজন্য DNS রেকর্ড অত্যন্ত সর্তকতার সাথে টাইপ করতে হবে এবং zone ফাইলস এ সংরক্ষণের পূর্বে বারবার চেক করে নিতে হবে।