Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
Domain Name
- Details
- Written by মাসপি
- Hits: 1020
ডোমেইন নেম হল এমন একটি নাম যা ওয়েবসাইটের পরিচিতি প্রকাশ করে। উদাহরণস্বরূপ "microsoft.com" is the domain name of Microsoft's Web site. মাইক্রোসফট ওয়েবসাইটের "microsoft.com" হল ডোমেইন নেম। একটি সার্ভার বিভিন্ন সংখ্যাক ডোমেইন নেমকে সার্ভ করতে পারে। কিন্তু একটি পৃথক ডোমেইন নেম একটি মেশিনকেই নির্দেশ করে। যেমনঃ অ্যাপল কম্পিউটারের অনেকগুলো ওয়েবসাইট যেমন www.apple.com, www.info.apple.com, and store.apple.com. এগুলো বিভিন্ন পৃথক মেশিনে সার্ভ হতে পারে।