online

We have 16 guests and no members online

About us

Articles

Domain Suffix

একটি ডোমেইন নেম এর সর্বশেষ অংশকে “ডোমেইন সাফিক্স” বলা হয়। এটি আবার টপ লেভেল ডোমেইন(TLD) নামেও পরিচিত।যেমন www.abc.com এখানে “.com” হচ্ছে “ডোমেইন সাফিক্স”। জনপ্রিয় “ডোমেইন সাফিক্স” গুলো হলো “.com”, “.net”, “.org”। Internet Corporation For Assigned Names and Numbers(ICANN) এর স্বীকৃত ডজনখানেক “ডোমেইন সাফিক্স” রয়েছে। ICANN হচ্ছে একটি অলাভজনক কর্পোরেশন,যারা “আইপি আড্রেস “ বন্টন করে এবং” ডোমেইন নেম সিস্টেম” নিয়ন্ত্রণ করে। “ডোমেইন সাফিক্স” সাধারনত ওয়েবসাইটের ধরণ নির্দেশ করে যেমন “.com” নির্দেশ করে যে ওয়েবসাইটটি কমার্শিয়াল, “.org” নির্দেশ করে যে এটা একটি অর্গানাইজেশনর ওয়েবসাইট।তবে কিছু কিছু ক্ষেত্রে “ডোমেইন সাফিক্স” ওয়েবসাইটের ধরন নির্দেশ করেনা। যেমন “.com”বেশি প্রচলিত বলে অনেকে কমার্শিয়াল নয় এমন, ওয়েবসাইটের “ডোমেইন নেম” এ “.com” সাফিক্স ব্যবহার করে। প্রত্যেকের দেশেরই একটি স্বতন্ত্র “ডোমেইন সাফিক্স” থাকে।যেমন বাংলাদেশের “ডোমেইন সাফিক্স” হচ্ছে “.bd”।


comments
Joomla SEO by AceSEF

Bangla Problem?

Like Our Page



Search

Thanks To