Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
EDI
- Details
- Written by Invincible সাজ্জাদ
- Hits: 711
EDI এর পূর্ণ রূপ হল Electronic Data Interchange(ইলেক্ট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ)। বিভিন্ন কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে ডাটা বা তথ্য সরবরাহ করার আধুনিকতম পদ্ধতি হল EDI. এটি বেশিরভাগই ব্যবহৃত হয় ই-কমার্স এ, যেমন ওয়্যারহাউসে বিভিন্ন ফরমায়েশ করা, শিপমেন্ট ও বিল তৈরি করার কাজে ব্যবহৃত হয়।
যারা অনলাইনে বিভিন্ন পণ্য বিক্রয় করেন তাদের কাছে সবসময় ঐ পণ্য সংগ্রহে না থাকতে পারে অথবা পরিমাণে কম থাকতে পারে। সে ক্ষেত্রে সবচাইতে সহজ পদ্ধতি হল অর্ডারটি পন্যের আড়তে ট্রান্সফার করে দেওয়া। EDI এর মাধমে এটি সহজে করা যায়। কিছু গুরুত্বপূর্ণ EDI পদ্ধতি হল X12 , TRADACOMS এবং EDIFACT .