Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
Emoticon
- Details
- Written by মিজানুর রহমান জিহান
- Hits: 775
ইমেইল এবং অনলাইন চ্যাটে আমরা যে ছোট আকারের ইঙ্গিতপূর্ণ মুখের ছবি বা বিভিন্ন বস্তুর ছবি দেখি , এগুলোকে Emoticon বলে। এগুলো সাধারনত টেক্সট নির্ভর হয়ে থাকে। ইমেইল বা চ্যাটে লেখকের লেখাকে ভিন্ন আংগিকে মুখছবির মাধ্যমে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। তবে মজা করার জন্য বিভিন্ন টেক্সট বেসড বস্তুও ব্যবহার করা হয়ে থাকে। তা চ্যাটে অবস্থানকারী উভয়ব্যক্তি বিশেষ মূহূর্তের মনের ভাব তুলে ধরতে পারে।