Basic Terms
online
We have 16 guests and no members online
About us
Articles
Extranet
- Details
- Written by Invincible সাজ্জাদ
- Hits: 823
Extranet (এক্সট্রানেট) ইন্টারনেট এবং ইন্ট্রানেট এর সমন্বয় সাধন করে। এটি আসলে বিভিন্ন ব্যবহারকারীর জন্যে ইন্টারনেটের মাধ্যমে আন্তঃ নেটওয়ার্ককে সম্প্রসারণ করে। বেশিরভাগ এক্সট্রানেটে ওয়েব ব্রাউজারের ওয়েব ইন্টারফেস এর মাধ্যমে প্রবেশ করা যায়। ইন্ট্রানেটে যেভাবে সংরক্ষিত তথ্যগুলোতে সহজে প্রবেশ করা যায় তেমনটা এক্সট্রানেটে করা যায়না। এতে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হয়।
বিভিন্ন কোম্পানীগুলো আজকাল এক্সট্রানেট ব্যবহার করছে তাদের তথ্যগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য।
ব্যবসায়িক বা ব্যক্তিগত যেসব তথ্য কোম্পানীর কাউকে না জানিয়ে কোন নির্দিষ্ট গ্রাহকের কাছে শেয়ার করতে চাইলে এক্সট্রানেটই সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম হিসেবে হিসেবে কাজ করবে আপনার জন্য। বিভিন্ন এক্সট্রানেটের উদাহরণ হতে পারে “সাপোর্ট টিকেট সিস্টেম” বা “ওয়েব-বেসড ফোরাম” যেগুলো তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে।